Logo
×

Follow Us

অ্যাথলেটিক্স

এসএ গেমস: প্রিয়া-হুমায়রার হাত ধরে ৪ সোনা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯, ১২:৫৩

এসএ গেমস: প্রিয়া-হুমায়রার হাত ধরে ৪ সোনা

প্রিয়া ও হুমায়রা। ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ) বাংলাদেশের তৃতীয় ও চতুর্থ সোনার পদকও এল কারাতে থেকে।

নিজেদের ইভেন্ট কুমিতে সেরা হয়েছেন নারী অ্যাথলেট মারজান আক্তার প্রিয়া ও হুমায়রা আক্তার অন্তরা।

এবারের আসরে প্রথম বাংলাদেশি নারী অ্যাথলেট হিসেবে সোনা জিতেছেন প্রিয়া। আজ মঙ্গলবার নারী একক অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়েছেন তিনি। সোনা জয়ের লড়াইয়ে পাকিস্তানের কৌসরা সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়েছেন প্রিয়া।

অপরদিকে ব্যক্তিগত কু‌মি-৬১ কে‌জি ওজন শ্রে‌ণি‌তে সোনা জিতেছেন হুমায়রা আক্তার। নেপালের অনুগুরুংকে ৫-২ পয়েন্টের ব্যবধানে হারিয়ে সোনা জেতেন তিনি।

গতকাল সোমবার প্রথম দিন তার হাত ধরেই বাংলাদেশ এসএ গেমসে প্রথম পদক পেয়েছিল। ব্যক্তিগত কাতায় ব্রোঞ্জ পদক জিতেছিলেন হুমায়রা। ব্রোঞ্জের হতাশা কাটিয়ে এবার সোনা জিতলেন বাংলাদেশের অ্যাথলেট।

এর আগে দ্বিতীয় দিনের শুরুতে কু‌মি অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রে‌ণি‌তে পা‌কিস্তা‌নের প্রতিযোগী‌কে ৭-৩ প‌য়ে‌ন্টে উ‌ড়ি‌য়ে দি‌য়ে সোনা জেতেন আল-আমিন।

প্রথম দিন তায়কোয়ানদো থেকে আসে বাংলাদেশের প্রথম সোনা। ছেলেদের একক পুমসের ঊর্ধ্ব-২৯ বছর বয়স শ্রেণিতে ভারতের প্রতিযোগীকে হারিয়ে সোনার হাসি হাসেন রাঙামাটির দিপু চাকমা।

আরো পড়ুন:

এসএ গেমসে দ্বিতীয় স্বর্ণ এনে দিলেন আল আমিন

প্রথম দিনে বাংলাদেশের ১৬ পদক

প্রথম স্বর্ণ এনে দিলেন দিপু চাকমা

এসএ গেমসে বাংলাদেশের প্রথম পদক হোমায়রার

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫