Logo
×

Follow Us

অর্থনীতি

মানিলন্ডারিং প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২২, ১৯:৪৪

মানিলন্ডারিং প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) আয়োজনে ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নেতৃত্বে নরসিংদী জেলায় কর্মরত সকল তফসিলী ব্যাংকের মনোনীত কর্মকর্তাদের অংশগ্রহণে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি নরসিংদী আঞ্চলিক সমবায় ট্রেইনিং ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

বিএফআইইউর অতিরিক্ত পরিচালক সৈয়দ কামরুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা তাহের আহমদ চৌধুরী। 

ব্যাংকের নরসিংদী শাখা ব্যবস্থাপক আলিমুর রহমানের সভাপতিত্বে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউর যুগ্ম পরিচালক মোহাম্মদ মঈন উদ্দিন, উপপরিচালক ফেরদৌস আরা ও মোছা. ফুয়ারা খাতুন। 

এসময় আরো উপস্থিত ছিলেন- ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মুহাম্মদ গোলাম রাব্বানী, প্রধান কার্যালয়ের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিভাগের ভাইস প্রেসিডেন্ট শোয়াইব আহমদ ও এফএভিপি মো. রেজাউল ইসলাম।-বিজ্ঞপ্তি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫