কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় আরো একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯, ১২:৫১

ফাইল ছবি
কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় একটি প্লাস্টিক সামগ্রী তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আসাদ (১৪) নামে নামে দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জন।
শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ওই কিশোরের মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসাদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরে ৫৫ শতাংশ ও শ্বাসনালি পুড়ে গিয়েছিল। সে কারখানায় ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করত।
গত ১১ ডিসেম্বর বিকালে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা সেদিনই কারখানার ধ্বংসস্তূপ থেকে একজনের লাশ উদ্ধার করেন। বাকিরা পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন জানান, কেরানীগঞ্জে দগ্ধ আরো ১৭ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে নয়জনকে রাখা হয়েছে লাইফ সাপোর্টে। ১৭ জনের কেউ শঙ্কামুক্ত নন।
মৃত ১৪ জনের মধ্যে ১২ জনের মৃতদেহ শুক্রবার স্বজনদের কাছে হস্তান্তর করেছে ঢাকা জেলা প্রশাসক। অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানা মালিক নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন নিহত একজনের ভাই।
কারখানায় আগুনে দগ্ধ সবার অবস্থাই আশঙ্কাজনক: স্বাস্থ্যমন্ত্রী