Logo
×

Follow Us

লাইফস্টাইল

গরম পানির ১০ টোটকা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ জুলাই ২০২১, ১৬:৪১

গরম পানির ১০ টোটকা

গরম পানির ১০ টোটকা। ফাইল ছবি

শরীরকে সতেজ, চাঙ্গা ও সুস্থ রাখতে পানি খাওয়া অত্যন্ত জরুরি। চিকিৎসকরা বলেন, দিনে অন্ততপক্ষে ৮ থেকে ১০ গ্লাস পানি খেতে। কিন্তু জানেন ঠিক কীভাবে পানি খেলে রোগ থেকে নিজেকে দূরে রাখা যায়?

১) শরীরে অতিরিক্ত মেদ জমেছে? নো চিন্তা সকাল বেলা ঘুম থেকে উঠে এক গ্লাস উষ্ণ পানি খেয়ে নিন। পানিতে লেবুর রসও দিতে পারেন। এক সপ্তাহেই দেখবেন মেদ কমবে ঝটপট।
২) অনেকেই সারা বছর ধরে সর্দি, কাশিতে ভুগে থাকেন। যখনই পানি খাবেন, তখনই অল্প করে গরম করে নিন পানি। নিয়মিত উষ্ণ পানি খেলে এই সমস্যা দূর হবে সহজে।
৩) শরীর থেকে টক্সিন বার করতে সাহায্য করে উষ্ণ পানি। নিয়মিত উষ্ণ পানি পান করলে বয়সকে আটকে রাখা যায়!
৪) ব্রন, ফুসকুরির সমস্যায় যারা ভুগছেন, তাদের জন্যও উষ্ণ পানি খুবই উপকারী৷ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে উষ্ণ পানি পান করলে ব্রন-র সমস্যা থেকে রেহাই পাওয়া যায় ৷
৫) চুল পড়া, অকালপক্কতা, খুসকি থেকে মুক্তি দিতে সাহায্য করে পানি৷ চুলের গোড়া শক্ত করতেও সাহায্য করে৷
৬) মানসিক অবসাদে ভুগছেন? পানিতে এক চামচ মধু মিশিয়ে পান করুন ৷ দেখবেন ভালো বোধ করবেন ৷
৭) হজমের সমস্যা দূর করতেও সাহায্য করে উষ্ণ পানি!
৮) গায়ে, হাত-পায়ে ব্যথা হলে উষ্ণ পানিতে লবন ফেলে গোসল করুন। দেখবেন দারুণ উপকার পাবেন।
৯) যারা ত্বকের সমস্যায় ভুগছেন, পানি জলে নিমপাতা ভিজিয়ে রাখুন। তারপর সেটা দিয়ে গোসল করুন। দেখবেন উপকার পাবেন। 
১০) দাঁতে ব্যথার সমস্যা থাকলে দিনে অন্তত ৩ বার উষ্ণ পানি দিয়ে মুখ ধুয়ে নিন। দেখবেন সমস্যা থেকে মুক্তি পাবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫