জানা গেল মুন্নী সাহার কথিত স্বামী তাপসের পরিচয়

বিগত দুই দশক ধরে বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতায় পরিচিত মুখ মুন্নী সাহা। তবে সাংবাদিকতার বাইরে বহুবার হয়েছেন আলোচিত সমালোচিত। নানা অনুসন্ধানী প্রতিবেদনের জন্য লাইমলাইটে এলেও বিগত সরকারের দোসর ও সুবিধাভোগী হিসেবে হয়েছেন ব্যাপক নিন্দিত। যেকারণে তাকে নিয়ে আগ্রহেরও কমতি নেই মানুষের মধ্যে। 

সম্প্রতি পুলিশের হাতে আটক হন তিনি। রাজধানীর কাওরান বাজারে 'এক টাকার খবরে'র অফিস থেকে বের হয়ে সবজি কিনতে গিয়ে জনতার তোপের মুখে পড়েন সাংবাদিক মুন্নী সাহা। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে হেফাজতে নেয় তেজগাঁও থানা পুলিশ। পরে প্যানিক অ্যাটাকে ‘অসুস্থ’ সাংবাদিক মুন্নী সাহার বিরুদ্ধে চারটি মামলায় জামিনের শর্তে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে জানা গেছে, সাংবাদিক মুন্নী সাহার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে বেতনের বাইরে ১৩৪ কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে বিভিন্ন সময়ে ১২০ কোটি টাকা উত্তোলন করা হয়েছে এবং স্থগিত করা অ্যাকাউন্টে এখনও অবশিষ্ট রয়েছে ১৪ কোটি টাকা।

এছাড়া, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) জানিয়েছে মুন্নী সাহা, তার কথিত স্বামী কবির হোসেন তাপস এবং তাদের মালিকানাধীন প্রতিষ্ঠান এমএস প্রমোশনের অ্যাকাউন্টেও এই অর্থের লেনদেনের তথ্য পাওয়া গেছে।

এ খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনার ঝড়। সবার প্রশ্ন, মুন্নী সাহার ব্যাংক অ্যাকাউন্টে এত টাকা এল কোথা থেকে? আর প্রতিবেদনে উল্লেখিত তার স্বামী কবির হোসেন তাপস কে? অনেকে মুন্নী সাহার সঙ্গে তার বিয়ের বিস্তারিত তথ্য জানতে চাইছেন।

২০১৬ সালে দৈনিক প্রতিদিনের সংবাদ-এ দেওয়া এক সাক্ষাৎকারে মুন্নী সাহা জানিয়েছিলেন, সাংবাদিকতার ব্যস্ততায় বিয়ের সময় পাননি। পারিবারিক চাপ থাকলেও বয়স হয়ে যাওয়ায় এখন আর বিয়ে নিয়ে ভাবছেন না।

প্রতিবেদকের এক প্রশ্ন ছিল, "প্রেম হয়েছিল কখনো?"

উত্তরে মুন্নী সাহা জানান, "প্রেম ঠিক না, খুব ভালো বন্ধুত্ব। তাপস দা—মানে কবির হোসেন তাপস। তিনি একজন ব্যবসায়ী। তাপস দাও বিয়ে করেননি। আমরা দুজনেই একসঙ্গে বিয়ে করার সময় পাইনি। আমি বোধহয় প্রেমই করতে চেয়েছি, বিয়ে করতে চাইনি। কারণ বিয়ে করলে তো প্রেম থাকে না।"

আরেকটি প্রশ্ন ছিল, "কখনো মনে হয় না, বিয়ে করলেই ভালো হতো? সংসার, ছেলেমেয়ে থাকত?"

এ প্রশ্নের জবাবে মুন্নী সাহা বলেন, "না, কখনো মনে হয়নি। এটিএন বাংলা, এটিএন নিউজ—এরাই আমার বাচ্চা। আসলে একসঙ্গে অনেক কাজ করতে পারি না আমি।"

জানা গেছে, মুন্নী সাহা ও তার কথিত স্বামী কবির হোসেন তাপস ‘এমএস প্রমোশন’ নামে একটি ডিজিটাল ব্যবসা পরিচালনা করেন। ব্যাংক নথি অনুযায়ী, প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি করে স্থানীয় বাজারে সরবরাহ করে।

আরেকটি সূত্র জানিয়েছে, তারা বিভিন্ন পণ্যের ডিজিটাল মার্কেটিং এবং অনলাইন প্ল্যাটফর্মে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেন। তবে এ তথ্যের সঠিক উৎস পাওয়া যায়নি।

এদিকে, মুন্নী সাহা ও কবির হোসেন তাপসের ঘনিষ্ঠ একাধিক সূত্র দাবি করেন, তারা দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে ছিলেন এবং প্রায় আট বছর আগে আইনিভাবে বিয়ে করেছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh