লিবিয়ায় পাঁচ দিন ধরে নিখোঁজ এনটিভির সাংবাদিক জাহিদুর রহমানের সন্ধান মিলেছে। বর্তমানে তিনি সেখানকার পুলিশি হেফাজতে রয়েছেন। আজ সোমবার (২৮ মার্চ) লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, সাংবাদিক জাহিদুর রহমানকে উদ্ধার করা হয়েছে। তিনি পুলিশি হেফাজতে রয়েছেন ও সুস্থ আছেন।
গত ৩ মার্চ তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রথমে লন্ডনে যান জাহিদুর রহমান। সেখান থেকে আয়ারল্যান্ড, স্কটল্যান্ডে যান। ২১ মার্চ তিনি লিবিয়ায় পৌঁছান। ২৩ মার্চ সবশেষ পরিবারের সঙ্গে কথা হয় তার। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় বলে গণমাধ্যমকে জানায় পরিবার।
জানা যায়, সাংবাদিক জাহিদুর রহমান এনটিভির বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত। এছাড়া তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালেরও পরিচালক। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান ওই মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। জাহিদুর ঢাকার সাভার এলাকার বাসিন্দা।
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh