Logo
×

Follow Us

দক্ষিণ এশিয়া

নির্ভয়া গণধর্ষণ: ফাঁসির দিন পেছানোর আর্জি খারিজ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ মার্চ ২০২০, ১৫:৪৬

নির্ভয়া গণধর্ষণ: ফাঁসির দিন পেছানোর আর্জি খারিজ

ছবি: আনন্দবাজার পত্রিকা

ভারতের বহুল আলোচিত নির্ভয়া হত্যা মামলার চার অপরাধীর ফাঁসির দিন পেছানোর আর্জি খারিজ করে দিয়েছে দিল্লির পটিয়ালা হাউস কোর্ট। 

রীতি অনুযায়ী, প্রাণদণ্ডে দণ্ডিতদের সমস্ত আইনি বিকল্প শেষ হওয়ার পরেও ১৪ দিন সময় দিতে হয় প্রস্তুতির জন্য। 

চার অপরাধীর ফাঁসির আগের দিন আজ সোমবার (২ মার্চ) পিটিশন খারিজ করেছে শীর্ষ আদালত। তারপরেই ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দের কাছে প্রাণভিক্ষার আবেদন করে পবন গুপ্তা।

গত ২৮ ফেব্রুয়ারি শীর্ষ আদালতে মৃত্যুদণ্ডাদেশ পুনর্বিবেচনার আর্জি (কিউরেটিভ পিটিশন) জানায় পবন। তার দাবি ছিল, ২০১২ সালে অপরাধের সময় তার বয়স ছিল ১৬ বছর দু’মাস। তার সেই আর্জি নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট- কেউই শোনেনি। পবনের দাবি খারিজ করে রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

এরপরেই প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছে পবন। প্রেসিডেন্ট এখনো তার সিদ্ধান্ত জানাননি।

দিল্লির পটিয়ালা হাউস কোর্ট আর ফাঁসির দিনক্ষণ পিছাতে রাজি হয়নি। ইতোমধ্যেই তিনবার মৃত্যু পরোয়ানা জারি করেছেন বিচারক। প্রথম দু’বার আইনি জটিলতায় সেই পরোয়ানা কার্যকর হয়নি। তৃতীয় তথা শেষ জারি করা পরোয়ানা অনুযায়ী আগামীকাল মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৬টায় তিহার জেলে ফাঁসি হওয়ার কথা চারজনের।

এই পরিস্থিতিতে আজ তিন আসামি অক্ষয় ঠাকুর, পবন গুপ্ত ও মুকেশ সিংহের আইনজীবীরা ফের ফাঁসির দিনক্ষণ পিছিয়ে দেয়ার আর্জি জানান। শুনানির পর সেই আর্জি খারিজ করে দিয়েছেন বিচারক।

২০১২ সালে প্যারামেডিক্যাল ছাত্রীকে চলন্ত বাসে গণধর্ষণ ও নৃশংস অত্যাচারের পর খুনের ঘটনায় চার দোষী সাব্যস্ত মুকেশ সিংহ, বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর ও পবন গুপ্তর ফাঁসির আদেশ দেয় নিম্ন আদালত। তারপর থেকেই দীর্ঘ আইনি লড়াই চলছে। -আনন্দবাজার পত্রিকা ও এই সময়

আরো পড়ুন:

নির্ভয়া গণধর্ষণ: চার আসামির ফাঁসি ৩ মার্চ ভোর ৬টায়

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫